অশ্লীল ভিডিও প্রচারের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: এক নারীর অশ্লীল ভিডিও চিত্র প্রচারের মামলায় কিশোরগঞ্জে এক চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজিবুল হাসান কটিয়াদী উপজেলার মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৫ মে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ওই ইউনিয়নের এক নারী উদ্যোক্তার সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে তা এলাকায় ছড়িয়ে দেন।

এ ঘটনায় গত ১৯ মার্চ সিরাজুল ইসলাম প্রধান নামে এক এলাকাবাসী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক গত ২০ এপ্রিল হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন।

জামিনের মেয়াদশেষে সংশ্লিষ্ট আদালতে হাজির না হওয়ায় গত ২৫ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানিশেষে বিচারক এসএম রাজিবুল হাসান জামিন আবেদন নামঞ্জুর করে চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।