জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শেরপুরে মানববন্ধন

হাকিম বাবুল, শেরপুর:‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’-এই প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আসন্ন ‘কপ-২২’ সম্মেলনকে সামনে রেখে বৃহষ্পতিবার টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে।

human-chain-photo-1
‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ প্রতিপাদ্যে নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে চলাকালে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, সনাক সহ-সভাপতি কোহিনুর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ।

বক্তরা বলেন, জলবায়ু তহবিলের বণ্টন ও ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, তহবিল বণ্টন ও বাস্তবায়নে নাগরিক সমাজ বিশেষ করে আক্রান্ত এলাকার  জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, প্রতিশ্রুত জলবায়ু তহবিলের অর্থ কোনো অনুদান বা অনুকম্পা নয়, এটি আমাদের ন্যায্য পাওনা ও অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.