ধারণক্ষমতার চেয়ে ৫ গুণ বেশি বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে বরগুনা জেলখানা

খালিদ হাসান, বরগুনা: বরগুনা কারাগারে বন্দি ধারণক্ষমতা ১১০ জন হলেও এখানে বর্তমানে ৫০০ জনের বেশি বন্দি অবস্থান করছে।

অন্যদিকে জেলাখানাটির সীমানা দেওয়ালও নির্দিষ্ট উচ্চতার চাইতে চার ফুট কম। ফলে এখানে সব সময়ই নিরাপত্তা ঝুঁকি বিরাজ করছে।

এসব সমস্যা সম্পর্কে কারা কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বরগুনা কারাগারে বন্দির জন্য মোট আটটি ভবন রয়েছে। এর মধ্যে ছয়টির ধারণক্ষমতা ১৫ জন করে আর দুটির ধারণক্ষমতা ১০ জন করে। কিন্তু ১১০ জনের জায়গায় এখন ৫০০ জনেরও বেশি বন্দি গাদাগাদি করে থাকছে।

বন্দিদের দেখভালসহ অন্যান্য কাজের জন্য বরগুনা কারাগারে ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কারাগার কর্তৃপক্ষের দাবি, বড় সংখ্যক বন্দির দেখভাল করার অন্তত দ্বিগুণ জনবল প্রয়োজন।

প্যারামিটার দেওয়ালের উচ্চতা ১৮ ফুট থাকার কথা থাকলেও রয়েছে ১৪ ফুট । ফলে দেয়াল টপকে বন্দি পালানোর ঝুঁকিও রয়েছে এই জেলখানায়।

জেলার এ জি মাহমুদ বলেন, প্যারামিটার দেওয়ালের উচ্চতা যথাযথ নেই, বাউন্ডারি দেয়াল নেই। বন্দির চেয়ে  ধারণক্ষমতা কম। তারপরও যা আছে তা দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.