নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, সর্বনিম্ন বেতন ৯৭৫০ টাকা নির্ধারণ

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): টানা পাঁচ দিন পর চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের চলা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় রবিবার সকাল থেকে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মোংলা বন্দরের সাথে সারাদেশের নৌ যোগাযোগ ব্যবস্থা।

চলমান ধর্মঘট নিয়ে শনিবার রাতে ঢাকার দৈনিক বাংলার মোড়ে শ্রম ভবনে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো: শাহআলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক ওয়েজুল ইসলাম বুলবুলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে চার দফার মধ্যে বেতন-ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত হওয়ায় নৌযান শ্রমিকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বৈঠকে নৌযান শ্রমিকেরা তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিকপক্ষ ৯ হাজার ৭৫০ টাকা দিতে সম্মতি জানায়।

বাকী তিন দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
বেতন-ভাতা বৃদ্ধি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিরপূরণ পুননির্ধারণ, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে সন্ত্রাসী-ডাকাতি বন্ধের দাবিতে গত ২২ আগস্ট রাত ১২টা ১মিনিট থেকে নৌযান শ্রমিকেরা মোংলা বন্দরসহ সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.