ভারতের ছত্তিশগড়ে দু শ’র বেশি গ্রামবাসীকে অপহরণ করেছে মাওবাদীরা

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীরা দু শ’র বেশি মানুষকে অপহরণ করেছে। শনিবার ভোর রাতের দিকে রাজ্যের সুকমা জেলার মারেঙ্গা ও আশপাশের গ্রাম থেকে একদল সশস্ত্র মাওবাদী তাদের তুলে নিয়ে যায়। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। জিম্মি গ্রামবাসীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অপহরণের তথ্য নিশ্চিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী রমণ সিং জানিয়েছেন, পাঁচ-ছয়জন মধ্যস্থতাকারী গ্রামবাসীদের মুক্তির বিষয়ে মাওবাদীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়ারা জেলায় সফরে যান। তাঁর সফরের প্রাক্কালে পাশের জেলায় এ অপহরণের ঘটনা ঘটল।

বিদ্রোহী মাওবাদীরা মারেঙ্গা গ্রামের কাছে একটি নদীতে সেতু নির্মাণের সরকারি উদ্যোগের বিরোধিতা করে আসছে। এ সেতু নির্মিত হলে ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনা সহজ হবে – এমন আশংকা থেকেই তাদের এ বিরোধিতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া