গ্রামীণের থ্রিজিতে যুক্ত হলো বৃহত্তর দিনাজপুর

রোববার (৯ মার্চ) থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু হয়েছে। এখন থেকে থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকরা থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন।
সকালে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন।
ঠাকুরগাঁওয়ে এ সেবার উদ্বোধন করেন সেখানকার জেলা প্রশাসক মুকেশচন্দ্র বিশ্বাস।
দিনাজপুরের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বগুড়া অঞ্চলের প্রধান পার্থপ্রতিম ভট্টাচার্য, দিনাজপুরের এরিয়া ম্যানেজার মোস্তফা আমির মাশকাত, সেন্ট্রাল হেড মো. সফিকুল আলম সরকার, বিতরণ ও অপারেশন ম্যানেজার আনিসুর আশকানিয়ান এবং দিনাজপুরের পরিবেশক শামীম কবির।
পরে একটি শোভাযাত্রা  বের করা হয়।

রতন সিং, দিনাজপুর, ৯ মার্চ ২০১৪