কলাপাড়া, ২৩ ডিসেম্বর ২০১৪, প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সঙ্গে কর্মচারীদের সোহার্দ্যপূর্ণ আচরণ ও উন্নত খাবার পরিবেশনের দাবি জানানো হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে রোববার উন্নয়ন সংস্থা আভাস-এর আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।
সাংবাদিক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আ. মালেক খান, এবিএম হুমায়ুন কবীর প্রমুখ।
মহো. ১২.০৫