পাকুন্দিয়ায় অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

কিশোরগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০১৪, মোস্তফা কামাল: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে রিয়াজ উদ্দিন নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাকুন্দিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সাটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কটিয়াদী, কিশোরগঞ্জ, পাকুন্দিয়াসহ বিভিন্ন উপজেলায় ডাকাতির নেতৃত্ব দিয়ে আসছে রিয়াজ উদ্দিন । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি ডাকাতির মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।