৪৫ বোতল মদসহ শ্রীবরদীতে যুবক আটক

শেরপুর থেকে রেজাউল করিম: শ্রীবরদী উপজেলার সাতানী এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ শাকিল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আজ (৩০ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে মাদক কারবারি ওই যুবককে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। শাকিল রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে। তাকে জামালপুর র‍্যাব-১৪ কার্যালয়ে নেওয়া হয়েছে।

নকলায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নকলা উপজেলায় আজ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ছাড়া কেরোসিন ও ডিজেল বিক্রয় এবং লেবেল ছাড়া ভোজ্যতেল বিক্রয়ের অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উত্তর বাজার এলাকায় পপুলার ওয়েল মিলের মালিক আলহাজ্ব মুজিবুর রহমানকে ১৫ হাজার টাকা, তনু ট্রেডার্সের মালিক তপন সাহাকে পাঁচ হাজার টাকা এবং রফিকুল ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা  করা হয়। জরিমানা অনাদায়ে এদের প্রথম দুজনকে এক মাসের ও তৃতীয়জনকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।