কলাপাড়া প্রেসক্লাবের ৩৪ বছর পূর্তি উদযাপন

KALAPARA PRESS CLUB PIC-01(01.01.2015)
প্রেসক্লাবের ৩৪ বছর উদযাপন উপলক্ষে শোভাযাত্রা

কলাপাড়া থেকে প্রতিনিধি: বিভিন্নি কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, শামসুল আলম,  আবদুল খালেক, নাসির তালুকদার, বশির উদ্দিন বিশ্বাস, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, হাবিবুল্লাহ রানা, মো. হুমায়ুন কবীর, জীবন কুমার মণ্ডল, রফিক বিশ্বাস, মো. এনামুল হক, মেজবাহ উদ্দিন মাননু, এসএম মোশারফ হোসনে মিন্টু, অমল মুখার্জি, শরীফুল হক শাহীন, অশোক মুর্খাজি, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, জসীম পারভজে প্রমুখ।

সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‌আয়োজন করা হয়েছে।