নোয়াখালী প্যারামেডিকেল কলেজে নবীণ বরণ ও উদ্বোধনী ক্লাস

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী প্যারামেডিকেল কলেজের (এনপিসি) ম্যাটস চতুর্থ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ, উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। আজ (১ জানুয়ারি) মাইজদীর এনপিসি-ম্যাটস্ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম বড়ুয়া। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এনপিসি-ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. এ এস এম মনির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান সাজু, কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এ রহিম।

বক্তারা বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য কর্মমুখী ও বিশেষায়িত শিক্ষার প্রয়োজন রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে যারা প্যারামেডিক হয়ে বের হবেন তারা সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখতে সক্ষম হবেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।