দরিদ্র শিক্ষার্থীদের জন্য শেরপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

শেরপুর থেকে হাকিম বাবুল: কলেজ পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছে শেরপুর জেলা পরিষদ। আজ (৬ জানুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে দুই মাস মেয়াদী এ কোর্সের ১৯, ২০ ও ২১ তম ব্যাচের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ।

প্রশিক্ষণের উদ্বোধন পর্বে বক্তব্য রাখছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রশিক্ষণের উদ্বোধন পর্বে বক্তব্য রাখছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রতিদিন দু ঘন্টা করে পৃথক তিনটি ব্যাচে ৬০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ‘বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পে’র আওতায় এ কোর্স চলছে।

উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বাড়বে। প্রশিক্ষণ শেষে তারা আয়মূলক কাজে যুক্ত হয়ে নিজেদের অবস্থার উন্নয়ন করতে পারবে।