বরিশাল থেকে দূরপাল্লার বাস বন্ধ, অভ্যন্তরীণ রুটে লঞ্চ-বাস চলাচল স্বাভাবিক

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বিএনপি আহূত অবরোধের প্রথম দিনে বরিশালে বিকেল পর্যন্ত একটি স্থানে পিকেটিং করেছে ছাত্রদল। দূরপাল্লার বাস ছাড়ছে না। তবে অভ্যন্তরীণ রুটগুলোতে বাস এবং লঞ্চ চলাচল করছে।

সকাল পৌনে ৭টায় নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে নবগ্রাম সড়কের ঠাকুরবাড়ি সেতুতে গাছের গুড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। বেলা বাড়ার পর পিকেটারদের আর দেখা যায়নি।

নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের গাড়ি চলাচলের অনুমতি রয়েছে তবে যাত্রী সংখ্যা কম হওয়াতে গাড়ি চলছে না। এদিকে রূপাতলী থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে সকাল থেকে গাড়ি ছেড়েছে বলে জানালেন বরিশাল-পটুয়াখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ। নগরীতে যান চলাচল করছে স্বাভাবিকভাবে। দোকান-পাট খুলেছে যথারীতি। ব্যাংক, বীমা, অফিস-আদালত, স্কুল কলেজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম জানান, এখন পর্যন্ত নগরীতে বা মহাসড়কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।