লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: ভূমিসংক্রান্ত সব ধরনের কাজে ঘুষ না নেওয়ার আনুষ্ঠানিক অঙ্গীকার করেছেন কমলনগর উপজেলার ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা।
ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি, সেবামূলক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠানে বক্তারা জনগণকে হয়রানি না করে তারা স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল আওয়াল, অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফরুকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. সফিক উদ্দিনসহ প্রমুখ।