দিনাজপুরে বিএনপির ঢিলেঢালা হরতাল, আওয়ামী লীগের হরতালবিরোধী অবস্থান

দিনাজপুর থেকে রতন সিং: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর বিভাগে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে শহরের মোড়গুলো আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দখলে ছিল।
শহরে হরতালের তেমন একটা প্রভাব পড়েনি। দূরপাল্লার যানবাহন ছাড়া সবধরনের যানবাহন চলাচল করেছে। সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে গেছে এবং এবং দিনাজপুর পৌঁছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল।

হরতালের বিরুদ্ধে শহরের বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো অবস্থান নেয়। ভোর ৬টা থেকে শহরের মডার্ন মোড় ও অন্যান্য রাস্তাগুলো ছিল আওয়ামী লীগের দখলে।

বিএনপির ১৬ জন গ্রেফতার:সহিংসতা ও নাশকতার অভিযোগে বিএনপির ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলায় চারজন, বোচাগঞ্জ উপজেলায় পাঁচজন, ঘোড়াঘাট, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলা থেকে দুজন করে ও কোতয়ালী থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।