মাদক ও ভারতীয় পণ্যসহ দিনাজপুরে ৭ জন আটক

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের ফুলবাড়ী এবং হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল, একটি কার, ২২ বোতল মদ এবং সাড়ে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ সাতজনকে গ্রেফতার করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ফুলবাড়ী এবং হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবির অভিযান চলে।
আটকৃতরা হচ্ছে হল সজিব (২৩), রেহানুল (২৫), আব্দুর রহিম (৩৮), রফিকুল (২৮), তরিকুল, সোহেল রানা (২৫) এবং বিষু মিয়া (৪০)।