বরিশালে ছাত্রদলের পিকেটিং, শিবিরের ১৪ নেতা-কর্মী আটক

Barisal=03
আটক শিবিরের নেতাকর্মী

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: টানা অবরোধের দ্বিতীয় দিনে বরিশাল নগরীর বগুড়া রোডে পেট্রোল ঢেলে অাগুন জ্বালিয়ে  বিক্ষোভ করেছে ছাত্রদল।

সকাল ৭টায় নগর ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তবে বেলা বাড়ার পর আর কোথায়ও অবরোধ বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন তারা । যাত্রী হলেই গাড়ি ছেড়ে যাবে।

এদিকে রূপাতলী থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে সকাল থেকে গাড়ি ছেড়েছে বলে জানালেন বরিশাল-পটুয়াখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ। একইভাবে অভ্যন্তরীণ রুটে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। নগরীতে যানবাহন চলাচল করছে। দোকানপাট খুলেছে। ব্যাংক বীমা অফিস আদালত, স্কুল কলেজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিবিরের ১৪জন আটক: মঙ্গলবার রাত ৩টায় শিবিরের মেসে হানা দিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ।