শেরপুর প্রতিনিধি: অবরোধের সময় নাশকতার চেষ্টার অভিযোগে শেরপুরের নকলায় পলাশ আহসান নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত পলাশ নকলা শহর ছাত্রদলের সাবেক সভাপতি।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সকালে নকলা শহরের বাসার সামনে থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে শেরপুর সদর থানা হফাজতে রাখা হয়।
সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, অবরোধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করা হয়েছে।