লক্ষ্মীপুরে পুলিশ হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে গত বছর ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে যুবদলের নেতা রফিকুল ইসলামকে(৩৫)গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রফিকুল চরমার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, গত বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন উপজেলার পশ্চিম লরেন্স বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচন বিরোধীদের হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আবদুল আওয়াল মারা যান। তিনি আরও জানান, ওই হত্যা মামলা ছাড়াও হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে থানায় রফিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।