নেত্রকোনায় ট্রাকে আগুন, চালক আহত

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান:  শুক্রবার রাত আটটার দিকে নেত্রকোনা শহরের বাজুর বাজার এলাকায় একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধকারীরা । এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক তারা মিয়া আহত হয়।

netrakona truck ablazed
পেট্রোলবোমায় ট্রাকটিতে আগুন ধরে যায়।

দমকলকর্মীরা এসে আগুন নেভায়। আহত চালককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা মিয়ার বাড়ি ময়মনসিংহের তারকান্দা উপজেলায়।