দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

দিনাজপুর থেকে রতন সিং: নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি এবং একাধিক স্থানে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ এনে বিএনপির নয়জন এবং জামায়াতের চারজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এরমধ্যে কোতয়ালীতে একজন, চিরিরবন্দর তিনজন, খানসামায় দুজন, বীরগঞ্জে তিনজন, কাহারোলে দুজন, ঘোড়াঘাটে একজন এবং হাকিমপুরে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়া ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।