দিনাজপুর সদর উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর কমিটি গঠন

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর সদর উপজেলা সেক্টর কমাণ্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি)দুপুর ১২টায় দিনাজপুর শহরে নাগরিক উদ্যোগ কার্যালয়ে সেক্টর কমাণ্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেক্টর কমাণ্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ দিনাজপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হাসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, মহিলা  বিষয়ক সম্পাদক মনোয়ারা সানু, কমাণ্ডার মো. লোকমান হাকিম প্রমুখ।