মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাল্য বিয়ে ও নির্যাতন প্রতিরোধ কল্পে এক সেমিনার উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। কানাডীয় হাই কমিশনের সহায়তায় বেসরকারি সংস্থা নারী মৈত্রী এ সেমিনারের আয়োজন করে।
বুধবার সকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদির আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান। অন্যোনের মধ্যে বক্তব্য রাখেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, কোরবান আলী, কাজী রেজাউল হাসান প্রমুখ।