রাজশাহী থেকে কাজী শাহেদ: দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকারকে ক্লোজড করা হয়েছে।
বুধবার বিকেলে নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তাকে ক্লোজড করার আদেশ দেন। ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী।
উপ-কমিশনার জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে ওসি নুর হোসেন খন্দকার বাসায় অবস্থান করছিলেন। গত দুইদিন তিনি অফিসে আসেন নি। এ কারণে তাকে ক্লোজড করা হয়েছে।