বরিশালে লঞ্চে বড় ধরনের নাশকতার চেষ্টা, কর্মীদের তৎপরতায় রক্ষা পেল শত প্রাণ

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী বোঝাই দুটি লঞ্চ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

যাত্রী সেজে লঞ্চে উঠে পেট্রোল ঢেলে কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। লঞ্চের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কয়েক শ’ যাত্রী।

মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সুন্দরবন-৭ এবং পারাবত-১০ লঞ্চের কেবিনে আগুন লাগিয়ে বাইরে থেকে কেবিন তালা মেরে পালিয়ে যায় তারা। লঞ্চের স্টাফরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় লঞ্চ দুটি ও সেগুলোর যাত্রীরা।

বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে প্রথমে পারাবত এবং এরপরই সুন্দরবন লঞ্চের কেবিনে আগুন দেয়া হয়। এতে পারাবত লঞ্চের একটি এবং সুন্দরবন লঞ্চের তিনটি কেবিনের বেডশিট পুড়ে যায়। তিনি আরো জানান, লঞ্চের স্টাফরা আগুন দেখে ফেলায় তেমন ক্ষতি হয়নি। এরপর লঞ্চ দুটো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সুন্দরবন লঞ্চের টিকেট কাউন্টার স্টাফ দেবাশীষ জানান, তাদের লঞ্চে আগুন দেওয়া কেবিনের বুকিং আগাম নেওয়া হয়েছিল। যাত্রী সেজে দুর্বৃত্তরা কেবিনে আগুন দিয়ে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়। লঞ্চ ঘাট থেকে ছেড়ে দেওয়ার পরই কেবিন থেকে ধোয়া দেখতে পেলে স্টাফরা কেবিনের তালা ভেঙে আগুন নিভিয়ে।

ঘটনাস্থলে উপস্থিত  উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে লঞ্চের কেবিন দুটিতে। অবরোধ সমর্থকরা লঞ্চযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এমনটা করেছে বলে জানান তিনি।