বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর কাছে সারবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকটি আগুন ধরে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হলে তাদের উদ্ধার করে শেরে বাংলা মেিডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার এসআই মো. করির জানান, বরিশাল নগরী থেকে সার নিয়ে ট্রাকটি পটুয়াখালীর দিকে যাচ্ছিল। আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে ওঠার সময় পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ভোলা জেলার চরনোয়াবাদ গ্রামের সোনা মিয়ার ছেলে মো. শফিউদ্দিন (৪৫) এবং হেলপার খুলনার মানিকতলার আবুবক্কর সিদ্দিকের ছেলে মো. রুবেল (২০) অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।