টাঙ্গাইলের ধনবাড়ীতে নারীর আত্মহত্যা

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান:  টাঙ্গাইলের ধনবাড়ীতে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে লাকী বেগম (২২) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও এলাকাবাসী  দাবি করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া পূর্বপাড়া  গ্রামের মকবুল ভাড়ালীর মেয়ে লাকী বেগম শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।

পাঁচ বছর আগে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে সাদ্দাম হোসেনের সাথে লাকী বেগমের বিয়ে হয়। ঘটনার দিন লাকী বেগম স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া পূর্বপাড়া গ্রামে চলে আসে।

এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়না তদন্ত ছাড়াই শনিবার দাফন করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী জানান, কোনোপক্ষের আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়।