শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদী থানার পুলিশ জুয়ার আসর থেকে কাজীসহ পাঁচজনকে আটক করেছে। রোব্বার রাতে উপজেলার খনচেপাড়া বাজারের পাশে চাঁন মিয়ার বাড়ির জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।
আটক নিকাহ রেজিস্ট্রার পার্শ্ববর্তী ইউনিয়ন সিংগাবরনার ভুতনিকান্দা গ্রামের সাবেক কাজী আবু সামার ছেলে সাইফুল ইসলাম। অন্যরা হলো: সাতানিপাড়া গ্রামের মৃত মুনছর আলীর ছেলে মোতালেব মিয়া, সরকাদি গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আইয়ুব আলী, শফিকুল ইসলামের ছেলে নাজমূল হুদা ও দিগদারি গ্রামের শামছুল হকের ছেলে নুরুল আমিন ওরফে চল্টু মিয়া।
এলাকাবাসী জানায়, উপজেলার খনচেপাড়া বাজারের পাশে চাঁন মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে তাস দিয়ে জুয়া খেলা চলছিল।
শ্রীবরদী থানার উপপরিদর্শক বশির আহমেদ বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে। আটকদের কোর্টে সোপর্দ করা হয়েছে।