বরিশালে নিরুত্তাপ হরতাল

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বিএনপি ও জামাত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে বরিশাল নগরীর একটি স্থানে এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাট এলাকায় পিকেটিং হয়েছে মাত্র। বেলা বাড়ার পর আর পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

Barisal news, file-1,BNP hartal 2nd day-26.01.15-2
বাকেরগঞ্জে হরতাল-অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

সোমবার সকাল থেকে দূরপাল্লার পরিবহণ ছাড়েনি। তবে অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল করছে। অন্যসব স্বাভাবিক রয়েছে।

সকাল ৭টায় বিসিক এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটে সকাল সোয়া ৭টায়  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।এসময় পেট্রোল ঢেলে গাছের গুড়িতে  আগুন দেয় পিকেটাররা।

বাস মালিক সমিতির  সভাপতি আফতাব হোসেন জানালেন, সকাল বেলা যাত্রী কম হয় বলে তারা বারোটার পর থেকে দূরপাল্লার পরিবহণ ছাড়বেন। নগরীতে গণপরিবহণ চলছে। অফিস আদালত, ব্যাংক, বীমার কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। আইন শৃঙ্খলা রক্ষায় নগরীতে ও জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।