রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজবকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
নগরীর বিভিন্ন এলাকায় সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম।
পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার দুপুরে নগরীর গণকপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আজবকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ আছে। এছাড়া তিনি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যামামলার আসামি।