বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি 

শেরপুর থেকে রেজাউল করিম বকুল:  বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল উপলক্ষে শেরপুরে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে একটি বর্ণাঢ্য রালি শহর প্রদক্ষিণ করেছে।

Sherpur pic-1
র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় ডিএসএ সেক্রেটারি নাজিমুল হক ও ডিএফএ সেক্রেটারি মানিক দত্ত সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যালিতে স্থানীয় খেলায়াড়-ক্রীড়া সংগঠক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেটে বাংলাদেশ এবং মালেশিয়ার খেলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল আসরের পর্দা উন্মোচিত হচ্ছে।