শেরপুরে ক্ষুদে ফুটবলারদের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

শেরপুর থেকে হাকিম বাবুল: জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় শেরপুরে ১৫ দিনব্যাপী ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

Sherpur pic-2
১৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প উদ্বেআধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় ডিএসএ সেক্রেটারি নাজিমুল হক ও ডিএফএ সেক্রেটারি মানিক দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রীড়া পরিষদের ফুটবল কোচ স্বপন সাহার নেতৃত্বে বাফুফের প্রশিক্ষিত কোচ সাধন বসাক ও সৈয়দ বদরুল হক রিজভী প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণে জেলার অনুর্ধ-১৫ বছর বয়সী ৩০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করছে।

কোচ এবং কর্মকর্তাদের আশা, এ প্রশিক্ষণের মধ্য দিয়ে ক্ষুদে ফুটবলারদের শারিরীক সক্ষমতা, দক্ষতা ও কৌশল বৃদ্ধি পাবে এবং খেলার মানোন্নয়ন ঘটবে। এরমধ্য দিয়েই আগামি দিনের তারকা ফুটবলার বের হয়ে আসবে।