কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে পীহা কসমেটিকসের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পাশের মঞ্জিল ইলেক্ট্রনিকস, কাদির সরকারের কম্পিউটারের দোকান, জালাল উদ্দিনের ফার্নিচারের দোকান ও তমা মেডিক্যাল হলে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নরসিংদীর মনোহরদী এলাকা থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।