ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহে একটি চালভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালভর্তি ট্রাকটি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে গোয়ালপাড়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এসময় ড্রাইভার ও হেলপার ট্রাক থেকে লাফ মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনণ আনে।