নোয়াখালী থেকে মামুন চৌধুরী: নোয়াখালীতে সহিংসতা বন্ধ ও জননিরাপত্তার দাবিতে শনিবার (৩১ জানুয়ারি) সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয। সাধারণ জনগণ-নোয়াখালীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)-সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিককর্মী, উন্নয়নকর্মী, সাংস্কৃতি কর্মী, ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী আহবায়ক আ.ন.ম. জাহের উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের খায়ের ইমতিয়াজ দাউদ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম পারভেজসহ প্রমুখ। এ ছাড়া সংহতি প্রকাশ করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ ও সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রর নোয়াখালী সম্পাদক নুরুল আলম মাসুদ।