কিশোরগঞ্জে বিদ্যুৎ অফিসে ককটেল, মাইক্রোতে আগুন

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় পিডিবি অফিসে শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। একই রাতে করিমগঞ্জে একটি মাইক্রোবাস পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এলাকাবাসী জানায়, শনিবার রাতে শহরের পিডিবি অফিসের ভেতরের চত্বরে একটি বিস্ফোরণের শব্দ পেয়ে সবাই ছুটে যান। গিয়ে সেখানে কিছু ছোট ছোট পাথর ও কাগজ পড়ে থাকতে দেখেন। তবে এলাকাবাসাীর ধারণা, ককটেলটি সম্ভবত খুব তাজা ছিল না যেকারণে তেমন বিকট শব্দ হয় নি।

এদিকে সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ককটেল নয়, পটকার বিস্ফোরণ হয়েছিল। আলামত জব্দ করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।

অপর ঘটনা শনিবার রাত ১১টার দিকে করিমগঞ্জের নয়াকান্দি মোড়ে দাঁড়িয়ে থাকা সবুজ মিয়া নামে এক ব্যক্তির একটি মাইক্রোবাস অবরোধকারিরা পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে। অপর একটি মাইক্রো বাস ভাংচুর করে নির্বিঘ্নে পালিয়ে গেছে। রোববার বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা হয়নি বলে করিমগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জানা এ প্রতিনিধিকে জানিয়েছেন।