বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ বন্ধ ও শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সন্ত্রাসের আওতামুক্তের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রইউনিয়ন।
সোমবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এই বিক্ষোভ কর্মসুচি পালন করে বরিশাল জেলা ছাত্রইউনিয়ন সংসদ।
সমাবেশে ছাত্রইউনিয়ন জেলা সংসসদের সহসভাপতি দীপঙ্কর কুন্ডু বলেন, বিএনপি-জামায়াত জোটের চলমান কর্মসুচি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, তাদের রাজনীতি জনতার জন্য নয়; ক্ষমতায় যাওয়ার জন্য নির্লজ্জ প্রতিযোগিতামাত্র। তিনি জাতীয় স্বার্থে এবং পরীক্ষার্থীরা যাতে করে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন এজন্য হরতাল-অবরোধ কর্মসুচি তুলে নেওয়ার দাবি করেন।
এসময় আরও বক্তব্য দেন ছাত্রইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রীতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভি বিশ্বাসসহ অন্যরা।