বরিশালে হরতাল-অবরোধ বন্ধে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ বন্ধ ও শিক্ষাঙ্গনকে রাজনৈতিক সন্ত্রাসের আওতামুক্তের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রইউনিয়ন।

Barisal news, file-3,BSU gathering-02.02.15
বরিশালে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

সোমবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এই বিক্ষোভ কর্মসুচি পালন করে বরিশাল জেলা ছাত্রইউনিয়ন সংসদ।

সমাবেশে ছাত্রইউনিয়ন জেলা সংসসদের সহসভাপতি দীপঙ্কর কুন্ডু বলেন, বিএনপি-জামায়াত জোটের চলমান কর্মসুচি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, তাদের রাজনীতি জনতার জন্য নয়; ক্ষমতায় যাওয়ার জন্য নির্লজ্জ প্রতিযোগিতামাত্র। তিনি জাতীয় স্বার্থে এবং পরীক্ষার্থীরা যাতে করে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন এজন্য হরতাল-অবরোধ কর্মসুচি তুলে নেওয়ার দাবি করেন।

এসময় আরও বক্তব্য দেন ছাত্রইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রীতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভি বিশ্বাসসহ অন্যরা।