শ্বশুরবাড়ি বেড়াতে এসে পেট্রোলবোমায় দগ্ধ যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরে পেট্রোলবোমায় দগ্ধ হওয়াদের মধ্যে মো. লিটন (৩৭) নামে এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি নাটোর জেলার আব্দুল জব্বারের ছেলে। লক্ষ্মীপুর সদরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে এ নৃশংসতার শিকার হন তিনি।

এর আগে রোববার রাত সোয়া ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে লিটনসহ তিনযাত্রী দগ্ধ হন। এ অবস্থায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভোরে লিটনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ অপর দুজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক (২৮) ও একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম (৩২)।

স্থানীয়রা জানান, মজু চৌধুরীরহাট থেকে অটোরিকশাটি লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলো। পথে মহিলা কলেজের সামনে পৌঁছালে অবরোধকারীরা অটোরিকশা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ওই তিনজনের শরীর ঝলসে যায়।