খুলনায় ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রদলকর্মী এস কে আবু সাঈদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাঈদ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের ডা. জোহা হলের নিজ রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে সাঈদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্মসম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম সাঈদকে ছাত্রদলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। তিনি ছাত্রদলকর্মীর মৃত্যুকে রহস্যজনক বলেছেন।