ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ৪দিন পর মৃত্যু

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত প্রদীপ কুমার দাস (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার চার দিন পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান। নিহত প্রদীপ ঝিনাইদহ শহরের কৃষ্ণপাড়ার ভরত কুমারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে প্রদীপ কুমার আদর্শপাড়ার রফির মিলের কাছে দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় প্রতিপক্ষরা তাকে ধরে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

প্রদীপ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দীনের ছেলে আলম হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রদীপের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা সাথী রাণী দাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।