নিয়ম ভেঙে দরপত্র আহবান, পটুয়াখালীর সিভিল সার্জন ও দুই স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতের নোটিশ

পটুয়াখালী থেকে সোহরাব হোসেন: পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা উপজেলায় হাসপাতালের পথ্য, মনোহারী ও বিবিধ সামগ্রী ক্রয়ের দরপত্রের বৈধতা নিয়ে করা একটি মামলায় পটুয়াখালীর সিভিল সার্জন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ঠিকাদার আবদুল আল হাদী সোহাগ ২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় তিনি দরপত্রের প্রক্রিয়াগত অস্বচ্ছতা ও বৈধতা নিয়ে অভিযোগ তুললে সোমবার পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালত এ নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্জনের ক্রয় ও টেন্ডার কমিটির সভাপতির দায়িত্ব পালন করার কথা। তাই ক্রয়সংক্রান্ত সব দরপত্র আহবানের দায়িত্ব তার। কিন্তু নিয়ম ভেঙে কলাপাড়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ১২ জানুয়ারি ২০১৪-১৫ অর্থবছরের জন্য উপজেলার ৫০শয্যার হাসপাতালের রোগীদের জন্য পথ্য, মনোহরী ও বিবিধ ক্রয়ের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহবান করেন। পরদিন গলাচিপার পরিবার পরিকল্পনা অফিসারও একইভাবে নিয়ম ভেঙে সেখানকার হাসপাতালের জন্য দরপত্র আহবান করেন।

আদালত প্রকাশিত দরপত্রের কার্যক্রম স্থগিত করে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোজিবুল হক জানান, তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। নিয়মবহির্ভূতভাবে আহবানকৃত দরপত্রগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি।