কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী শহরে ও উজিয়ালখান এলাকায় গত কয়েকদিন ধরে একটি কালোমুখ বিশিষ্ট হনুমান দেখা যাচ্ছে। ধূসর লোমের এ হনুমানের পেটের লোম হলুদ। হনুমানটি এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে ও মোবাইল টাওয়ারে ঘুরে বেড়াচ্ছে।
হনুমানটিকে দেখার জন্যে হাজার হাজার নারী-পুরুষ, ছেলে-মেয়ে ভীড় করছে। ছোট ছোট ছেলমেেয়েরা বেশ আদর করছে। অনেকে কাছে পাওয়ার জন্যে পাউরুটি ও কলাসহ অন্যান্য খাবার খেতে দিচ্ছে।

এলাকার লোকজনধারনা করচ্ছেন, হনুমানটি কেশবপুরের বিরল প্রজাতির কালোমুখ হনুমানের বংশধর। দলছুট হয়ে হয়তো কাউখালী বন্দরে এসেছে।