বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল নগরীর সাগরদীর গাউসিয়া সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিমউদ্দিন খান (২৬) নামে এক যুবক মারা গেছেন। জসিম ওই এলাকার বাবুল খানের ছেলে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জসিম দোতলা বাড়ির ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি ছাদের উপর দিয়ে চলে যাওয়া জাতীয় সঞ্চালন লাইনের ১১ হাজার কিলোভোল্টের শক্তিশালী প্রবাহের বৈদ্যুতিক তারের কাছাকাছি চলে যান। এ তারে কোনো প্রতিরোধক আবরণ (ইনসুলেটর) ছিল না। এ সময় বিদ্যুৎ-চৌম্বক শক্তির প্রবল আকর্ষণে তিনি তারের সঙ্গে জড়িয়ে গেলে তার জামা-কাপড়ে আগুন ধরে যায়। একটু পর তার নিথর দেহটি ছাদের এক পাশে পড়ে যায়। তার পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে বলে জানান তিনি।