রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে আমরণ অনশন

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয় চত্তর পুলিশ ফারির সামনে সামিয়ানা টাঙ্গিয়ে আমরণ অনশন কর্মসুচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।

rokeya vercity anoson photo (1)
সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের আমরণ অনশন কর্মসুচি

সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ক্লাশ শুরু হলেও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। ফলে ৯০ হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার আবেদন করলেও তাদের পরীক্ষা নেওয়া হচ্ছেনা।

সোমবার সকালে  আন্দোলনরতদের দেখতে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন । তিনি অবিলম্বে  ভিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা  এবং ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান ।

অন্যদিকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ৪ মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এই আন্দোলনের ধারাবাহিকতায় শীতের রাত থেকে ছাত্র শিক্ষক জোট হয়ে আমরণ অনশন কর্মসুচি শুরু করেছে ।