নেত্রকোনার বিরিশিরিতে ট্রাকে আগুন, চালক ও হেলপার দগ্ধ

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ  ও হরতালে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় একটি বালুর ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক আশরাফ মিয়া ও হেলপার সোহাগ দগ্ধ হয়। পরে এলকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, ট্রাকচালক আশরাফ মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।