রাজশাহী থেকে কাজী শাহেদ: বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা ও হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে জেলা মহিলা লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লক্ষ্মীপুরে মিছিল শেষে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভিন।