নালিতাবাড়ীতে বুধবারের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: নালিতাবাড়ীর দাওদারা কাটাবাড়ী গ্রামে বুধবারের সংঘর্ষের ঘটনায় আহত যুবক জয়ফল মিয়া (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ সংঘর্ষে দুজন নিহত হলেন।

বাগানের গাছ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে বুধবার সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে রমজান আলী নামে এক শিক্ষক নিহত হন এবং জয়ফলসহ দুজন আহত হন।

বুধবার নিহত মাদ্রাসা শিক্ষক রমজান আলীর বড়ভাই রুহল আমীন বাদী হয়ে ২৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তবে জয়ফলের মৃত্যুর বিষয়টি এখনো পুলিশ জানতে পারেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।