দেশে আর ওয়ান ইলেভেন হবে না – বাগেরহাটে জেলা আ’লীগের সম্মেলনে হানিফ

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেই পাকিস্তানের এজেন্ট। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে দেশের মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে হত্যা করছে।’ কোন সন্ত্রাসী কর্মকান্ড করে দাবি আদায় করা যাবেনা। জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড শক্ত হাতে দমন করা হবে।’

দীর্ঘ দশ বছর পর শনিবার দুপুরে বাগেরহাট শহরতলীর খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সাবেক কমিটির সভাপতি ডা: মোজাস্মেল হোসেনকে সভাপতি ও শেখ কামরুজ্জামান টুটুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

Bagerhat Photo- 14.02.15)-1
বাগেরহাট আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাহবুবুল আলম হানিফ

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবুল আলম হানিফ আরও বলেন, দেশে আর ওয়ান ইলেভেন হওয়ার সুযোগ নেই, যারা এ সপ্ন দেখেন তারা ষড়যন্ত্রকারী ও কল্পনাবিলাসী। সুশিল সমাজের কতিপয় ব্যক্তি এখন খালেদা জিয়ার পেট্রোলবোমাবাজদের পক্ষ নিয়ে সরকারকে সংলাপের কথা বলছে। সরকার কোনো হত্যকারীর সাথে সংলাপে বসবে না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব ডা: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আব্দুল খালেক এমপি, রাকসু’র সাবেক ভিপি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হেপী বড়াল, এস.এম কামাল হোসেন, এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ, ভূইয়া হেমায়েত হোসেন, শাহ-ই-আলম বাচ্চু, সরদার ফকরুল আলম সাহেব, খান হাবিবুর রহমান, মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, খান মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, খালেদা জিয়া সাধারণ মানুষের ভোটের অধিকার হনন করেছেন। বারবার অনুরোধ করার পরও তিনি গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেননি। এখন তারাই নির্বাচনের দাবিতে জামায়াত-শিবিরকে সাথে নিয়ে অবরোধ-হরতালের নামে দেশব্যাপী নাশকতার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসব স্বৈরাচারী কর্মকান্ড জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ প্রতিহত করবে। এজন্য তিনি দেশপ্রেমিক সকল শক্তির আরও সুদৃঢ় ঐক্য গড়ে তোলার এবং সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানান।