রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত নতুন ভিসি চেয়েছেন এরশাদ

জয়নাল আবেদীন, রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। সমস্যার সমাধান না হলে নতুন প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আজ শনিবার দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব কথা বলেন ।

ershad visits rokeya university 15-2-2015
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এরশাদ।

এরশাদ বলেন, সমস্যা সমাধানে এখানে একজন নতুন ভিসি (উপাচার্য) নিয়োগ দেওয়া প্রয়োজন । বর্তমান ভিসির প্রতি অনেক শিক্ষক এবং শিক্ষার্থীর আস্থা নেই । কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে সময় দেন না । অধিকাংশ সময়ে ঢাকায় থাকেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তিনি শিক্ষামন্ত্রীকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।