ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান: ঝিনাইদহ শহরের সরকারি কেসি কলেজের সামনে অবস্থিত বিচারকের বাস ভবনের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দৃর্বত্তরা। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘঠে।
এ ঘটনায় ঝিনাইদহ শহরের আরাপপুরের রিকশা চালক সুনিল (৪০) আহত হয়েছে। ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো প্রতিবাদ মিছিল বের করে।
কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার এসআই আনোয়ার হোসন জানান, রাত ৯টার দিকে কে বা কারা দু‘টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।